স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।। ২০১৪ সালে বামফ্রন্ট সরকারের সময়ে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য ৫ হাজার টাকা করে স্কলারশিপ চালু হয়েছিল। ২০২০ সালে সর্বশেষ পড়ুয়ারা স্কলারশিপ পেয়েছিলেন।
কিন্তু এখন আর তা পাচ্ছেন না। কেন দেওয়া হচ্ছে না সেটাও স্পষ্ট করছেন না আধিকারিকরা। বরং স্কলারশিপ না পাওয়ায় অনেকের পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে।
বুধবার ফের তাদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে আসেন বিষয়টি সম্পর্কে জানতে। কিন্তু কোন সদুত্তর পাননি তারা।
দৃষ্টিহীন পড়ুয়াদের অভিযোগ তাদেরকে চরম হয়রানি করা হচ্ছে। বহুবার অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে দেখা করা সম্ভব হচ্ছে না।