স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।।উপনির্বাচনকে সামনে রেখে শুরু হল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র ও ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশনিং হল উমাকান্ত স্কুলে।উপস্থিত ছিলেন অবজারভার সহ রিটার্নিং অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
উপনির্বাচনে আগরতলা এবং টাউন বরদোয়ালী কেন্দ্রে ১৪৯ জন মাইক্রো অবজারভার বা মাইক্রো পর্যবেক্ষক নিযুক্ত করল ভারতের নির্বাচন কমিশন।
মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই ১৪৯ জন মাইক্রো পর্যবেক্ষককে নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে উপস্থিত ছিলেন আগরতলা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক ডাঃ পার্থ সারথী মিশ্র এবং টাউন বরদোয়ালী কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক গৌতম মজুমদার।
শিবিরে পর্যবেক্ষক ডাঃ পার্থ সারথী মিশ্র মাইক্রো অবজারভারদের উদ্দেশ্য বলেন, একটি নির্বাচনে মাইক্রো অবজারভারদের যথেষ্ট ভুমিকা রয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মাইক্রো অবজারভারদের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়।
শিবিরে টাউন বরদোয়ালী কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক গৌতম মজুমদার বলেন, নির্বাচনে প্রতিটি ভোটারের ভোটদান নিশ্চিত করতে মাইক্রো অবজারভারদের ভুমিকা অনস্বীকার্য। তাদের সেই দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করতে হবে। শিবিরে উপস্থিত পশ্চিমজেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন বলেন, ভোটারদের ভোট দান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে ভোট প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখতে প্রশাসন সেদিকে কঠোর দৃষ্টি রাখবে।