অনলাইন ডেস্ক, ১৪ জুন।। বাবর আজমের কৈশোর কেটেছে ক্রিকেটের হওয়ার স্বপ্নে। বয়স তখন ১২; লাহোরের রাস্তায় ও মাঠে নেমে পড়তেন ব্যাট হাতে। ছিলেন বল বয়ও। স্বপ্নের পেছনে ছুটে যাওয়া বাবর এখন বিশ্বসেরা ব্যাটারদের একজন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তার অবস্থান। একদিনে তা সম্ভব হয়নি। প্রতিনিয়ত খেটে নিজেকে প্রমাণ করতে হয়েছে। তবে শৈশবের এখনো একটি স্বপ্ন বাকি ২৭ বছর বয়সী তারকার। দেশের হয়ে বিশ্বকাপ জেতা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি পাকিস্তানি অধিনায়কের।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে সীমিত ওভারের এই বিশ্বকাপ। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ ভারত, সামনের এই দুই সুযোগ কি কাজে লাগাতে পারবেন বাবর? আশা ছাড়ছেন না ডানহাতি ব্যাটার। শৈশবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যে স্বপ্ন দেখতেন তিনি, ২০১৫ সালে তা পূরণ হয়।
দেশের হয়ে সব শিরোপা জয়ের আশা কি পূরণ হবে বাবরের, ‘যখন স্কুলবালক হিসেবে ক্রিকেট খেলা শুরু করলাম তখন স্বপ্ন দেখতাম পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে দলকে সব শিরোপা জেতাতে আমি সাহায্য করতে চাই।
’বাবরের আজকের অবস্থানে আশার পেছনে বড় অবদান তার বাবার সমর্থন। যিনি পাকিস্তানি ব্যাটারের এক নম্বর সমর্থকও। ছেলেবেলায় বাবার সমর্থনের সেসব স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘শৈশবে আমি ক্রিকেট পাগলের মতো ভালোবাসতাম। আমার এই ভালোবাসা দেখে বাবা সমর্থন দিতেন। ’