স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৪ জুন।। এটিএম থেকে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করল সিধাই থানার পুলিশ। গত ১১ জুন রাতে সিধাই থানাধীন মোহনপুর ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় এটিএম মেশিনে ভাঙচুর চালায় এক যুবক।
পরবর্তী সময় ব্যাংক কর্তৃপক্ষ সিধাই থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং সোমবার রাতে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
অভিযুক্তের নাম রাসেল মিয়া, তার বাড়ি সিধাই থানাধীন গোপালনগর এলাকায়। জানা গিয়েছে ওই যুবকের বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, সিধাই মোহনপুর এলাকাটি সীমান্ত সংলগ্ন হওয়ায় নানা ধরনের অপরাধ প্রবণতা বেশী। তাই পুলিশ প্রশাসনকে আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন বলে বুদ্ধিজীবীদের দাবি।