স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুন।। ভোটদান প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের একটি মহৎ গণতান্ত্রিক অধিকার। একে আমাদের একটি জাতীয় উৎসবও বলা যেতে পারে। ভারতের নির্বাচন কমিশন তাই চায় প্রত্যেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা উৎসবে যেভাবে স্বতস্ফূর্তভাবে অংশ নেয় তেমনি প্রত্যেক ভোটার এই ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ সূর্যমনিনগর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও বাধারঘাটস্থিত রামঠাকুর মহাবিদ্যালয়ে ভোটার সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ড. পার্থ সারথী মিশ্র।
এই ভোটার সচেতনতা কর্মসূচিতে তিনি আরও বলেন, ভারতের নির্বাচন কমিশন চায় সকলেই যেন নিজের ভোটাধিকার প্রয়োগের সাথে অন্যদেরও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ভোটার সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল চন্দ্ৰীকা বসু মজুমদার।
রামঠাকুর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটার সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চিত্রা পাল ও ত্রিপুরা টিচার্স কাউন্সিল সেক্রেটারি অর্জুন গোপ। উভয় অনুষ্ঠানেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাধারণ পর্যবেক্ষক ড. পার্থ সারথী মিশ্র সহ অন্যান্য অতিথিগণ ক্যুইজ বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া সাধারণ পর্যবেক্ষক ড. মিশ্র ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।