অনলাইন ডেস্ক, ১৩ জুন।। উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ যে লিভারপুলের আসছেন তা পুরোপুরি নিশ্চিত। তার পর্তুগিজ ক্লাব বেনফিকা সেই খবর জানিয়ে দিয়েছে। ২২ বছর বয়সী তারকাকে অ্যানফিল্ডে আনতে কত খরচ হচ্ছে জানেন? ১০০ মিলিয়ন ইউরো। ট্রান্সফার ফি’র ৭৫ মিলিয়ন ইউরোর সঙ্গে যোগ হবে আনুষঙ্গিক আরও ২৫ মিলিয়ন ইউরো।
তাতে নুনেজই হয়ে গেলেন লিভারপুল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এক সময় ১০০ মিলিয়ন ইউরোতে ট্রান্সফারে চোখ কপালে উঠত সবার। তবে এখন তা বেশ স্বাভাবিক ইউরোপের ফুটবলে। তারপরও প্রশ্ন উঠতে পারে, এত বিশাল অঙ্কের টাকা খরচে কেন নুনেজকে কিনল অলরেডরা?তার জন্য ফিরতে হবে কোচ ইউর্গেন ক্লপের দিকে। অ্যানফিল্ডের জার্মান কোচকে জহুরিই বলা যায়। হীরে চিনতে ভুল করেন না।
৭৫ মিলিয়ন পাউন্ডে ২০১৮ সালে সাউদাম্পটন থেকে ভার্জিল ফন ডাইককে কিনেছিলেন। যা ছিল লিভারপুলের এত দিনের ট্রান্সফার ফি’র রেকর্ড। ডাচ সেন্টার-ব্যাক ঠিকই ক্লপের বিশ্বাসের প্রতিদান দিচ্ছেন। নুনেজও কি পারবেন? হঠাৎ এই স্ট্রাইকারের দিকেই কেন বা ক্লপের চোখ পড়ল! কারণ খুঁজতে আরেকটু পিছিয়ে যাওয়া যাক।
গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে ৬ গোল করেছেন নুনেজ। তার মধ্যে এপ্রিলে কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে পেয়েছিল লিভারপুল। দুই লেগেই অলরেডদের বিপক্ষে গোল করেন তিনি। বেনফিকার জার্সিতে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৩৪ গোল করেছেন নুনেজ। তার মধ্যে লিগে ২৮ ম্যাচে ২৬ গোল।
আর শুরুর একাদশে নামা ২৪ ম্যাচে ২৫ গোল। স্বাভাবিকভাবে যে কারও উরুগুয়ের হয়ে ১১ ম্যাচ খেলা এই গোলমেশিনের দিকে চোখ পড়বেই।