স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ জুন।। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী কলেজ পড়ুয়া বছর(২০) এর এক যুবতী, মৃত যুবতীর নাম পাপিয়া ঘোষ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর আনুমানিক প্রায় দুইটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পাপিয়া ঘোষ কোনো এক পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নিজ মার অর্থাৎ রুমা ঘোষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।
পরে মা, রুমা ঘোষ মেয়ে পাপিয়া ঘোষকে বকুনি দিতেই মেয়ে লজ্জায় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে মা রুমা ঘোষ মেয়ে পাপিয়া ঘোষকে ঘরের দরজায় প্রচন্ডভাবে ডাকতে থাকে। পরের মেয়ে পাপিয়া ঘোষ দরজা না খোলায় মা অর্থাৎ রুমা ঘোষ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রত্যক্ষ করে মেয়ে ফাঁসিতে ঝুলছে। তড়িঘড়ি চিৎকার-চেঁচামেচি করতে থাকে মা অর্থাৎ রুমা ঘোষ।পরে পরিবারের লোকজনরা ছুটে আসে মৃত যুবতী পাপিয়া ঘোষকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই যুবতী অর্থাৎ পাপিয়া ঘোষকে মৃত বলে ঘোষণা দেন। ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এই ঘটনার খবর গোটা এলাকা সহ মৃত কলেজ পড়ুয়া ছাত্রী পাপিয়া ঘোষের বন্ধু-বান্ধবদের মধ্যে ছড়িয়ে পড়তেই বন্ধুবান্ধবরা ছুটে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে এবং মৃতদেহ প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়ে মৃতার বান্ধবীরা।
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে। জানা যায় মৃত যুবতীর মৃতদেহ ময়নাতদন্তের পর তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় গোটা গোলাবাড়ি এলাকায় সুখের ছায়া নেমে আসে।