স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৩ জুন।। বজ্রপাতে একই গ্রামে দুইজনের মৃত্যু হল। অমরপুর মালাবাসা পঞ্চায়েতের গতিরাম এলাকায় বজ্রপাতে আহত চারজনকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। হাসপাতালের চিকিৎসকরা চারজনের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা হলেন- মিঠিরুম রিয়াং (২০) চষুরাম রিয়াং (২৮)। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন অমরপুর মহকুমা শাসক বিজয় সিনহা। সংবাদ সূত্রে জানা গিয়েছে এদিন বিকালে অমরপুরেও প্রচন্ড ঝড়বৃষ্টি হয়েছে। ব্যাপক বজ্রপাত হয়।
এই বজ্রপাতে চারজন আহত হয়েছিল কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু হয় দুজনের। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের লোকজন সরকারি সহায়তা দাবী করেছেন।