স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুন।। ত্রিপুরায় চারটি বিধানসভায় কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রচারে এসে সিবিআই তদন্ত নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগরতলায় পৌছানোর কিছু আগে স্ত্রী রুজিরাকে কয়লা পাচার মামলায় জেরা করে সিবিআই। এদিন অভিষেক এখানে রোড শোতে অংশ নেন। পরে সভায় বক্তব্য রাখেন।
আগরতলা থেকে অভিষেক বলেন,আমি এখানে আসব তার আগে আমার স্ত্রীকে সিবিআই চিঠি দিচ্ছে। আমাকে বাড়িতে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। করো। যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় ঢিল মারছে, পাথর মারছে। একদিকে পাথর মারছে, একদিকে সিবিআই পাঠাচ্ছে। আরে কাঁচকলা। তোমার ক্ষমতা থাকলে কিছু করে দেখাও।
ত্রিপুরায় এখন বিজেপি জোট সরকার। আগরতলা থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের সরবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কী ভাবছে? অন্য দল? একবার চিমটি কাটবে। ধমকাবে, চমকাবে আর তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে? তৃণমূল কংগ্রেস যখন ঢুকেছে, তখন রাজ্যছাড়া করে ছাড়বে। মানুষের আশীর্বাদ যদি আমাদের পাশে থাকে যা করণীয় তাই করব।
তিনি বলেন, আমি আপনাদের বলছি আপনারা ভয় পাবেন না। দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে হবে। এরা সব ভয় পায় এই কারণে। একটু ইডি-সিবিআই করলে সকলে ঘরে ঢুকে যাবে। আমাকে দু’বার দিল্লিতে ডেকেছে। তুমি কী করেছ? তোমার সঙ্গে ইডি, সিবিআই থাকলে আমার সঙ্গে আম জনতা রয়েছে। তোমার ক্ষমতা থাকলে ছুয়ে দেখাও। চ্যালেঞ্জ করছি।
মঙ্গলবার যখন ত্রিপুরার উপনির্বাচনে আগরতলায় উপস্থিত হয়েছেন অভিষেক। তখন শান্তিনিকেতনে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কীভাবে কয়লা পাচারের বিপুল অঙ্কের টাকা বিদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত তার হদিশ পেতেই রুজিরাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিল সিবিআই। সেবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু সেবার সিবিআই, রুজিরার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পেয়েছিল। তাই ১৫ মাস পর ফের শান্তিনিকেতনে উপস্থিত হয়েছে তারা।