অনলাইন ডেস্ক, ১৩ জুন।। সিংহাসন ধরে রাখতে পারলেন না নোভাক জকোভিচ। পুরুষদের র্যাঙ্কিংয়ে সার্বিয়ান তারকাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন রাশিয়ার ডেনিল মেদভেদেভ। উইম্বলডন শুরুর দুই সপ্তাহ আগে এই সুখবর পেলেন তিনি।
তবে দুঃখের বিষয়, লন্ডনে যাওয়া হবে না মেদভেদেভের। ইউক্রেনে রুশ হামলার জেরে রাশিয়ান ও বেলারুশিয়ান টেনিস তারকাদের নিষিদ্ধ করেছে উইম্বলডন। তারপরও এই আসর শেষে ২৬ বছর বয়সী মেদভেদেভের সঙ্গে জকোভিচের পয়েন্ট পার্থক্য আরও বাড়তে পারে।
কারণ সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্ভিয়ান তারকা আরও র্যাঙ্কিং পয়েন্ট হারাতে পারেন। কেবল শীর্ষস্থানই হারাননি, তিনে নেমে গেছেন জকোভিচ। দুইয়ে উঠে এসেছেন ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালে চোট পাওয়া আলেক্সান্দর জাভেরভ।
২০০৩ সালের পর এবারই প্রথম টেনিসের ‘বিগ ফোর’— রজার ফেদেরার, জকোভিচ, নাদাল, ও অ্যান্ডি মারে নেই র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে। সেরা পাঁচে জকোভিচের পরে আছেন যথাক্রমে ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল ও রানার-আপ কাসপার রুদ। ছয়ে গ্রিসের স্তেফানো সিৎসিফাস।