স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৪ জুন।।বিলোনিয়া- জোলাইবাড়ি নির্মীয়মান জাতীয় সড়কের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় কৃষকরা পথ অবরোধ করেন।
দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চললেও প্রশাসনের কোনও আধিকারিক অবরোধস্থলে আসেননি বলে অভিযোগ।
কৃষকদের অভিযোগ বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করতে তাদের সমস্যায় ফেলে দেওয়া হয়েছে। রাস্তা উচু করার ফলে জমিতে অধিক পরিমাণে জল জমে গেছে।
তার উপর এলাকার বাসিন্দা গোপাল পাল রাস্তা সংলগ্ন পুকুর খনন করায় জল যাওয়ার রাস্তা বন্ধ হওয়ায় অন্য কৃষকরা ক্ষতির সম্মুখীন।
পরে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয় বৃহত্তর জনস্বার্থ বিবেচনা করে। তবে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়েছে।