অনলাইন ডেস্ক, ১৩ জুন।। মাঠে দুর্দান্ত সময় কাটছে পাকিস্তানের। মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাবর আজমরা।
সেই আনন্দ তরতাজা থাকতেই আরেকটি সুখবর পেল পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে তারা। তাও কিনা চির প্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে। র্যাঙ্কিংয়ে পাকিস্তান পেছনে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার।
‘ম্যান ই গ্রিন’দের রেটিং পয়েন্ট ১০৬। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে নেমে গেছে ভারত। আর এক পয়েন্ট বেশি নিয়ে তিনে অজিরা। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ে উন্নতি করল পাকিস্তান। আইসিসি সুপার লিগ র্যাঙ্কিংয়েও চারে উঠে এলো।
যে তালিকায় শীর্ষস্থানে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান প্রথম ম্যাচ জিতে ৫ উইকেটে। পরের ম্যাচ জেতে ১২০ রানে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাবররা জয় পায় ৫৩ রানে।