অনলাইন ডেস্ক, ১৩ জুন।। ৪০ বছর বয়সে পা রাখতে বেশিদিন বাকি নেই। তবে এখনই থামার কোনো ইচ্ছে নেই জেমস অ্যান্ডারসনের। তার বয়সে অনেক ক্রিকেটার অবসর সময় কাটান, তবে জিমি যে অন্য অন্য ধাতুতে গড়া!
এখনো ভালোবাসেন মাঠের চ্যালেঞ্জ নিতে। লাল বলের সুইংয়ে ব্যাটারদের বোকা বানাতে। তার আরেকটি প্রমাণ দিলেন ট্রেন্ট ব্রিজ টেস্টে। চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ওপেনার-অধিনায়ক টম লাথামের স্টাম্প ভেঙে দেন অ্যান্ডারসন।
আর তাতেই নতুন মাইলফলকে ইংলিশ পেসার। লাল বলে তার শিকার দাঁড়াল ৬৫০ উইকেট। কিউইদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেটও নেন অ্যান্ডারসন। টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দীর্ঘদিন ধরে তিনে আছেন তিনি।
এই তালিকায় সুইং মাস্টারের চেয়ে এগিয়ে দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট) ও শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)। ২০০৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৭১ ম্যাচে ৩১৮ ইনিংসে ৬৫০ উইকেট নিলেন অ্যান্ডারসন। আর পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার।