মাদক সেবনের অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর আটক

অনলাইন ডেস্ক, ১৩ জুন।। মাদককাণ্ডে কাঠগড়ায় বলিউডের আরও এক তারকা-সন্তান। এক পার্টিতে মাদক সেবনের অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে রবিবার রাতে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ।

জানা গেছে, সেই পার্টির খবর আগে থেকেই পৌঁছেছিল পুলিশের কাছে। এমজি রোডের যে বিলাসবহুল হোটেলে আসর বসেছিল, সেখানে হানা দেয় পুলিশ। সন্দেহভাজন ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

দেখা যায়, সিদ্ধান্ত-সহ সেখানে উপস্থিত আরও ছয় ব্যক্তি মাদক সেবন করেছিলেন। অভিযুক্তরা মাদক নিয়েই পার্টিতে আসেন না কি পার্টিতে এসে মাদক নেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ২০২০ সালে মাদক-বিতর্কে নাম জড়িয়েছিলেন শক্তি কাপুরের কন্যা এবং সিদ্ধান্তের দিদি শ্রদ্ধার।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকবিরোধী সংস্থা (এনসিবি)-র আতসকাচের নিচে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রী। শ্রদ্ধা যদিও জানান, তিনি কখনোই মাদক গ্রহণ করেননি। একাধিক বার জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিস্তার পান শক্তি-কন্যা।

বাবা এবং দিদির মতো সিদ্ধান্তও পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। দর্শক তাকে দেখেছেন ‘ভৌকাল’ ওয়েব সিরিজে। এ ছাড়াও ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’, ‘চেহরে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক ছবির সহকারী পরিচালক সিদ্ধান্ত।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?