স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৩ জুন।। ২০০ টাকা না পেয়ে গ্রামের দুই যুবককে পেটালো স্কুল পড়ুয়ারা।
মানিকভাণ্ডার স্কুলের হোস্টেলের ছাত্রদের সাথে সানাইয়া রিয়াং পাড়ার যুবকদের মধ্যে ফুটবল খেলা হয়েছিল। কথা ছিল জয়ী দলকে ৫০০ টাকা দেওয়া হবে। কিন্তু পরে টাকা নিয়ে ঝগড়া হয়।
তা থেকে মারপিটে আহত হয় পাপেঞ্জয় রিয়াং এবং থমাস রিয়াং। আহতরা সানাইয়া রিয়াং পাড়া দলের হয়ে খেলেছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে এবং একটি মামলা নিয়েছে। বিষয়টি স্কুল কতৃপক্ষ অভিভাবকদের সাথে কথা বলেছে।