ফরাসি সৌরভ পেতে ১০০ মিলিয়ন ইউরোতে চৌমেনির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে স্প্যানিশ

অনলাইন ডেস্ক, ১২ জুন।। ফ্রান্সের সৌরভ জগদ্বিখ্যাত। তার জন্য স্প্যানিশ রাজাদের ১০০ মিলিয়ন ইউরো খরচ কমই মনে হতে পারে যে কারও। জিনেদিন জিদান থেকে করিম বেনজেমা— মাদ্রিদে এই দুই ফরাসি যে সৌরভ ছড়িয়েছেন তার সুবাস এখনো ভাসে নগরজুড়ে।

ফরাসিদের বিশ্বাস করে কখনো ঠকেনি রিয়াল মাদ্রিদ। সেই বিশ্বাসের জোরেই এবার লস ব্লাঙ্কোসরা স্কোয়াডে যুক্ত করলেন আরেকজন ফ্রেঞ্চ— অরেলিয়েঁ চৌমেনি। লুকা মদরিচ ও টনি ক্রুসদের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের পাশে দেখা যাবে ২২ বছর বয়সী তারকাকে। ভিন্নমাত্রার ফরাসি সৌরভ পেতে ১০০ মিলিয়ন ইউরোতে চৌমেনির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। এখন তিনি আর মোনাকোর নন, পুরোপুরি রিয়ালের।

দুই পক্ষই এই সংবাদ জানিয়ে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চৌমেনিকে পেতে ৮০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে রিয়ালকে। চুক্তির বিভিন্ন বিষয় মিলিয়ে তার সঙ্গে যোগ হবে আরও ২০ মিলিয়ন ইউরো। লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো জায়ান্টরা উঠেপড়ে লেগেছিল এই তারকাকে পেতে।

তবে এখানেও তাদের হারিয়ে দিল রিয়াল। মাঝমাঠ শক্ত করতে ইতোমধ্যে উঠেপড়ে লেগেছে ব্লাঙ্কোসরা। মদরিচ, ক্রুস, কাসেমিরোদের তো বয়স হচ্ছে। এখন নতুন মিডফিল্ডারদের তৈরি করতে না পারলে যে ভবিষ্যতে পস্তাতে হবে তাদের। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখন থেকেই সাবধান।

তার জন্য ফরাসি ক্লাব রেনে থেকে গত বছর আরেক ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে আনে রিয়াল। এক বছরের মাথায় এলেন চৌমেনি। বেনজেমা ছাড়াও বার্নাব্যুতে আরেক ফরাসি ফারলান্দ মেন্দি তো আছেন। অবশ্য তার দায়িত্ব রক্ষণভাগ সামলানো। মাদ্রিদ যেন এখন এক ফরাসি কলোনি।

শুরুতে আরেক ফরাসি কিলিয়ান এমবাপ্পেকেই আনতে চেয়েছিল রিয়াল। কিন্তু হঠাৎ ‘ইউ-টার্ন’ নিয়ে পিএসজিতে থেকে যান ২৩ বছর বয়সী স্ট্রাইকার। তবে মনঃক্ষুন্ন হলেও চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরাও হাত গুটিয়ে বসে থাকেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?