বার্সালোনার সঙ্গে চুক্তি বাড়ালেন সের্হি রবার্তো, ২০২৩ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার

অনলাইন ডেস্ক, ১২ জুন।। বার্সালোনার সঙ্গে চুক্তি বাড়ালেন সের্হি রবার্তো। ২০২৩ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন স্প্যানিশ মিডফিল্ডার। এই জুনে কাতালান জায়ান্টদের সঙ্গে তার চুক্তির শেষ হওয়ার কথা। তবে শুক্রবার আরও এক বছরের চুক্তিতে সই করেন রবার্তো।

৩০ বছর বয়সী তারকার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। ক্যাম্প ন্যুয়ে থাকা অন্যান্য খেলোয়াড়দের মতো এই ভার্সেটাইল খেলোয়াড়েরও বেতন কমিয়েছিল বিশাল ঋণের ফাঁদে পড়া বার্সা।

তবে দলের গুরুত্বপূর্ণ অনেক তারকাকে কাতালোনিয়ানরা ছেড়ে দিতে ইচ্ছুক হলেও দীর্ঘদিনের নির্ভরযোগ্য রবার্তোকে রেখে দিচ্ছে। বার্সার বয়সভিত্তিক দল থেকে সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে ২০১০-১১ মৌসুমে মূল দলে অভিষেক হয় তার।

এরপর কাতালান জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ৩১৬ ম্যাচ খেলেছেন রবার্তো। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত তিনি। ক্লাবের মিডিয়া চ্যানেলে রবার্তো বলেন, ‘আমি আনন্দিত’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?