স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুন।। জমে উঠেছে উপনির্বাচনে প্রচার। আগামীকাল মঙ্গলবার আগরতলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি এখানে রোড শো করবেন বলে জানিয়েছেন দলের নেতা কুনাল ঘোষ।
সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ জানিয়েছেন, ৮ বড়দোয়ালী কেন্দ্রের গান্ধীঘাট থেকে শুরু হবে রোড শো এবং শেষ হবে ৬ আগরতলা কেন্দ্রের অধীন জিবি বাজার এলাকায়। রোড শোতে অংশ নেবেন এই দুই কেন্দ্রের প্রার্থীরাও। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে।
সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ আরও জানিয়েছেন এই নির্বাচনে তৃণমূল প্রার্থীরা ভাল ফল করবে। শাসক বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে।