স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুন।। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার ইডি দফতরে হাজিরা দিলেম কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তাই এদিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।
আগরতলায়ও ইডি এর অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। তালা দিয়ে দেয়া হয় ইডি এর অফিসে।
প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। দলের ঐক্যবদ্ধ চেহারা দেখা গেল এদিন। অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করে ইডি।
কিন্তু তিনি কোভিড আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এরপর ২৩ জুন তলব করা হয়েছে তাঁকে।