স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ জুন।। ডালিম মিয়া নামে ওই যুবক সহ ৩ জনকে আটক করে টাকারজলা থানাধীন গোলাঘাটি এলাকার মানুষ। তাদের গণপিটুনি দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় ডালিম মিয়া, জহিরুল ইসলাম, দীনেশ ইসলামকে টাকারজলা হাসপাতালে এবং পরে জিবি হাসপাতালে আনা হয়েছিল।
রাতে জিবি হাসপাতালে ডালিমের মৃত্যু হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন জহিরুল ইসলাম জানিয়েছে তার এবং ডালিমের বাড়ি বাংলাদেশ।
তার অভিযোগ বিশালগড় কড়ইমুড়ার ভুলন তাদের কাছে বাইক তুলে দিয়েছিল অন্য জায়গায় পৌঁছে দিতে। তারা চুরির সাথে যুক্ত নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে।