অনলাইন ডেস্ক, ১১ জুন।। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে । ২১ জুলাই ভোট গণনা হবে।
এই রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। আগামী সপ্তাহের শেষ দিকে সদর দপ্তরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি-র বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম বেছে নেওয়া হয়েছে।
বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, যার মধ্যে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কমিটির বৈঠকে একটি নামের উপর চূড়ান্ত সিলমোহর বসানো হবে। তবে বিজেপির নজরে রয়েছে এমন কোনও ব্যক্তিও, যাঁকে শাসক ও বিরোধী উভয় পক্ষই সমর্থন করব। যদিও এটি দ্বিতীয় বিকল্প ভাবনা।
বিজেপি একক ক্ষমতায় কোনও প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে না এবারের রাষ্ট্রপতি নির্বাচনে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটসংখ্যার নিরিখে বিজেপি ও তার জোটসঙ্গী এনডিএ-র ভোটের চেয়ে সম্মিলিত বিরোধীদের ভোটসংখ্যা বেশি রয়েছে।
বিরোধীদের থেকে বিজেপির দুই শতাংশ ভোট কম রয়েছে। এনডিএ-র বাইরের দলগুলির মধ্যে কয়েকটি দল বিরোধী জোটের বাইরে রয়েছে।