স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জুন।। চিকিৎসায় গাফিলতিতে ফের গর্ভবতী মায়ের মৃত্যু ! খুনের অভিযোগ মৃতার পরিবারের। ধর্মনগরে পিনাকী দেবনাথের বিয়ে হয়েছে তেলিয়ামুড়ায়।
গর্ভবতী অবস্থায় তার শারীরিক সমস্যা দেখা দেয় বলে জিবি হাসপাতাল ভর্তি করানো হয়েছিল গত ৫ জুন। কিন্তু রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ গর্ভবতী মহিলাকে সঠিক পরিষেবা দেওয়া হয়নি।
শনিবার হঠাৎ ব্যাথায় কাতরাচ্ছিলেন পিনাকী। অবশেষে আইসিইউ’তে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ বারবার জিবি হাসপাতালে পরিষেবা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। খুনের অভিযোগ মৃতার পরিবারের। যদিও থানা পুলিশে কোন অভিযোগ খবর লেখা পর্যন্ত করা হয়নি।