স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জুন।। শনিবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব।
সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব সাক্ষাৎ এর ছবি পোস্ট করে বলেন, “ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজির সঙ্গে দেখা করলাম। আসন্ন উপনির্বাচন এবং তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আদরণীয় নাড্ডাজি এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাজীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হিরা মডেলকে বাস্তবায়িত করতে সমর্পিত।”
এদিকে বিধায়ক বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জোর আলোচনা সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন তোলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে বিধায়ক বিপ্লব কুমার দেবকে ইস্তফা দিতে হল।
বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের অভিযোগ দুর্নীতির জন্য বিপ্লব কুমার দেবকে নাকি সরানো হয়েছে।