স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১০ জুন।। কার্যরাম রিয়াং নামে যুবকের বাড়ি কুমারঘাট বেতছড়া এলাকায়।
তিনি এদিন বিকেলে পূর্ব কাঞ্চনবাড়ি ১ নম্বর ওয়ার্ডে মনু নদীর জলে মাছ শিকার করতে আসেন। কোনও কারণে তিনি নদীর জলে তলিয়ে যান। এখনও চলছে উদ্ধার কাজ।
কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল বাহিনীর লোকজন তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু হদিস পায়নি। পরে খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর কর্মীদের এবং এনডিআারএফ জওয়ানদের।
তাঁরা এসে তল্লাসী চালিয়ে যাচ্ছে। কোন সন্ধান মিলেনি ওই যুবকের। স্থানীয়দের দাবি ওই যুবকের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এদিকে পুলিশ ওই এলাকায় মোতায়েন আছে।