স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১০ জুন।। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত গন্ডাছড়া মহকুমা সরমা ভিলেজের পাল পাড়ার রিনা দাস। প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে রেগার কাজ করে দুই সন্তান নিয়ে সংসার প্রতিপালন করতে হচ্ছে।
এরই মাঝে গত তিন মাস যাবত তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। যার ফলে আগের মতো আর কাজকর্ম করতে পারছেন না। তাইতো পেটের তাগিদে এবং তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে ডুম্বুরনগর ব্লক আধিকারিকের শরণাপন্ন হন।
আশা ছিল অসুস্থতার কারণে যেহেতু তিনি রেগার কাজ করতে পারছেন না, হয়তো ব্লক আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কিন্তু বিডিও সাহেব স্বামীহারা অসুস্থ মহিলাকে উল্টো সরকারি বিভিন্ন গাইডলাইনের কথা শুনিয়ে দেন।
অসুস্থ মহিলা ১০ বছরের ছেলে এবং ১৬ বছরের মেয়েকে নিয়ে অনাহারে-অর্ধাহারে অতি কষ্টে দিনযাপন করছেন। সন্তানদের পড়াশোনার জন্য বই পর্যন্ত কিনে দিতে পারছেন না।