অনলাইন ডেস্ক, ১১ জুন।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল কেবল ইউক্রেন নয়, আন্তর্জাতিক শৃঙ্খলার ভবিষ্যতকেও প্রভাবিত করছে। শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবেচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংলাপ শাংরি-লা সংলাপে এক ভিডিও বক্তৃতায় একথা বলেন জেলেনস্কি।
তিনি বলেন, ‘আমি আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তবে এই সহযোগিতা শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, আপনাদের নিজেদের জন্যও জরুরি। কারণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেই এই বিশ্বের ভবিষ্যত নিয়মগুলোও নির্ধারিত হচ্ছে’। এসময় জেলেনস্কি উল্লেখ করেন যে, রাশিয়া বিশ্ব বাজারে ইউক্রেনীয় খাদ্য রপ্তানি আটকে রাখার জন্য কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের বন্দরগুলোকে অবরুদ্ধ করছে।
তিনি বলেন, ‘যদি, রাশিয়ার অবরোধের কারণে আমরা আমাদের খাদ্যসামগ্রী রপ্তানি করতে না পারি, তাহলে এশিয়া এবং আফ্রিকার অনেক দেশে বিশ্ব একটি তীব্র এবং গুরুতর খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখোমুখি হবে’।