বাংলাদেশে গিয়ে ‘বিক্ষোভ’ শ্রাবন্তীর, মুক্তি পেতেই বললেন অসাধারণ গল্প

অনলাইন ডেস্ক, ১১ জুন।। শুক্রবার মুক্তি পেয়েছে শ্রাবন্তী ও শান্ত খান অভিনীত ‘বিক্ষোভ’। শামীম আহমেদ রনী পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ।

পরিচালক জানিয়েছেন, দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে ছবির প্রাক-প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় ছবির শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নতুন এই ছবি নিয়ে শ্রাবন্তী জানান, ‘বেশ বিরতির পর বাংলাদেশে আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে ভেবে ভালো লাগছে।

সিনেমার গল্প অসাধারণ। এতে আমার চরিত্র কলেজ প্রভাষকের। সচেতনতামূলক গল্পের সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। ’ শান্ত খান বলেন, ‘এমন গল্প নিয়ে আগে কখনও ছবি নির্মিত হয়নি।

শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। ’এই ছবিটি নির্মিত হয়েছে নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে। এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা ঢাকায় আন্দোলন শুরু করে, যা পরে সারাদেশে ছড়িয়ে পড়ে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?