একবিংশ শতাব্দীতে মহাকাশ প্রযুক্তি বিশ্বে একটি বড় বিপ্লব আনতে যাচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ জুন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন (আইএন-এসপিএসি) এর সদর দপ্তর উদ্বোধন করলেন শুক্রবার। জানা গিয়েছে, এই দফতরটি মহাকাশ খাতে উদ্ভাবন এবং বেসরকারী বিনিয়োগকে উৎসাহিত করার জন্য স্থাপন করা হয়েছে।

আহমেদাবাদে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘সরকার মহাকাশ ক্ষেত্রে সংস্কার শুরু করেছে এবং এটি বেসরকারী খাতের জন্য উন্মুক্ত করে দিয়েছে।’ প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি আশা করি, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মতো আমাদের শিল্পও বিশ্ব মহাকাশ ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।

আমি বেসরকারি খাতকে আশ্বস্ত করতে চাই যে মহাকাশ খাতে সংস্কার নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।একবিংশ শতাব্দীতে মহাকাশ প্রযুক্তি বিশ্বে একটি বড় বিপ্লব আনতে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর আধুনিক ভারতের উন্নয়ন যাত্রায় আজ এক গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে।

এই জায়গাগুলি ভারতের যুবকদের ভারতের সেরা মনের কাছে তাদের প্রতিভা দেখানোর সুযোগ দেবে। তারা সরকারে বা বেসরকারী খাতে কাজ করে যাই হোক না কেন, এই স্থানগুলি (আইএন-এসপিএসি) প্রত্যেকের জন্য দুর্দান্ত সুযোগ তৈরি করবে।

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এই জায়গাগুলিতে ভারতের মহাকাশ শিল্পে বিপ্লবের সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রী মোদী বলেন, কেউ বিজ্ঞানী হোক বা কৃষক-শ্রমিক, বিজ্ঞানের কৌশল বোঝেন বা বোঝেন না, সর্বোপরি, আমাদের মহাকাশ অভিযান দেশের মানুষের মনের মিশন হয়ে ওঠে।

মিশন চন্দ্রযানের সময়, আমরা ভারতের এই আবেগময় সংহতি দেখেছি। একুশ শতকে মহাকাশ-প্রযুক্তিই হতে চলেছে এক বড় বিপ্লবের ভিত্তি। মহাকাশ-প্রযুক্তি এখন আমাদের ব্যক্তিগত মহাকাশের প্রযুক্তি হতে চলেছে, কেবল দূরবর্তী মহাকাশের নয়।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের দেশে অসীম সম্ভাবনা রয়েছে, কিন্তু অসীম সম্ভাবনাগুলি সীমিত প্রচেষ্টায় কখনই বাস্তবায়িত হতে পারে না। আমি আপনাদের আশ্বস্ত করছি যে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের এই ধারা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। আগামী দিনে, দুটি অঞ্চল সবচেয়ে প্রভাবশালী হতে চলেছে সেগুলি হল মহাকাশ ও সমুদ্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?