কেকে-বিতর্কে এখনো পর্যন্ত অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছেন রূপঙ্কর বাগচি

অনলাইন ডেস্ক, ১১ জুন।। কেকে-বিতর্কে এখনো পর্যন্ত অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছেন রূপঙ্কর বাগচি। তার গাওয়া ‘জিঙ্গেল’ তুলে নেওয়ার কথা ভাবছে একটি কেক প্রস্তুতকারক সংস্থা। এমনকি কলকাতার একটি রেস্তোরাঁ জানিয়েছে, তারা রূপঙ্করের গাওয়া কোনো গান তাদের রেস্তোরাঁয় বাজাবে না।

এরই মধ্যে আবার নতুন খবর এলো বাংলা চলচ্চিত্র ‘প্রথমবারে প্রথম দেখা‘র গান থেকে বাদ পড়ছেন রূপঙ্কর। যদিও গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, সম্পাদনার টেবিল থেকেই নাকি বাদ গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়ক। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করানো হবে। নতুন এই খবরে টলিপাড়ার একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে, কেকে-বিতর্কের আঁচ কি ছবির গানেও পৌঁছাল?

প্রয়াত গায়ক কেকে-কে নিয়ে রূপঙ্করের ভিডিও এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে অনেকটাই ‘ব্যাকফুটে’ রূপঙ্কর। অর্থাৎ, সেই প্রেক্ষিতেই বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও রূপঙ্করকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা নিয়েই জল্পনা। সংশ্লিষ্ট ছবির পরিচালক আকাশ মালাকার অবশ্য রূপঙ্করের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেননি।

তিনি বলেন, আমাদের ছবির একটা গান আগে রূপঙ্করদাকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল। কিন্তু এডিট টেবিলে আমাদের মনে হয়, ছবির নায়কের সঙ্গে রূপঙ্করদার গলা মিলছে না। ছবির গল্প কিশোর-কিশোরীদের নিয়ে। সেখানে রূপঙ্করদার গলা বয়স্ক মনে হচ্ছে। আমরা সে কারণেই ঠিক করেছি, গানটা অরিজিৎ পালকে দিয়ে গাওয়াবো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?