দ্বিতীয় বিয়ে ভাঙার ১৬ বছর পরে তৃতীয় বিয়ে সারলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

অনলাইন ডেস্ক, ১১ জুন।। দ্বিতীয় বিয়ে ভাঙার ১৬ বছর পরে তৃতীয় বিয়ে সারলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ইরানি মুসলিম যুবক স্যাম আসগরিকে বিয়ে করেছেন ব্রিটনি। বৃহস্পতিবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি।

গত বছরই তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। তখনো রক্ষণশীলতা নিয়ে আদালতে বাবা-মেয়ের লড়াই চলছে। বাবার রক্ষণশীলতা থেকে মুক্ত হওয়ার সাত মাস পর বিয়ে করলেন ব্রিটনি। ‘ইনসাইডার’-এ লেখা হয়েছে, ‘ব্রিটনি হেঁটে আসছিলেন, তাকে বিয়ের মূল পোশাকে দারুণ দেখাচ্ছিল। খুশিতে কাঁদছিলেন তিনি।’ জানা গেছে, হেয়ারস্টাইল ও মেকআপ ঠিক রেখে তিনবার পোশাক বদলেছেন ব্রিটনি।

রূপকথার মতো এই বিয়েতে উপস্থিত ছিলেন ম্যাডোনা। এর আগে গত বছরের নভেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ব্রিটনি। কিন্তু ৬ মাসের মাথায় গর্ভপাতের দুঃসংবাদ জানান। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আসগরির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পরে সেই সম্পর্ক প্রণয়ের রূপ পায়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?