অনলাইন ডেস্ক, ১১ জুন।। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অনেক বিলাসবহুল জীবনযাপন করেন। মুম্বাই ছাড়াও নিজ শহর হিমাচল প্রদেশেও বিলাসবহুল বাড়ি রয়েছে তার। সেখানকার সুন্দর প্রকৃতির মাঝে ভালো সময় কাটাতে দেখা যায় তাকে। হিমাচল প্রদেশে নতুন আরেকটি বিলাসবহুল বাড়ি কিনেছেন কঙ্গনা।
ভক্তদের জন্য নতুন বাড়ির অনেক ছবিও শেয়ার করেছেন। কঙ্গনার নতুন বাড়িটি কোনো প্রাসাদের চেয়ে কম নয়। বাড়িটিতে রয়েছে অনেকগুলো মাস্টার বেডরুম রয়েছে। ঘরের দেয়াল থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুই রাজকীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে কঙ্গনা তার বাড়ির তিনটি আলাদা বেডরুমের ছবি দিয়েছেন। সেগুলো দেখলে যে কারওর-ই চোখ জুড়িয়ে যাবে। বাড়ির বসার ঘরটিও দারুণ। বাদামি রঙের সোফা, ঝাড়বাতি ও এন্টিক শো পিস দিয়ে সাজানো অভিনেত্রীর বসার ঘর।নিজের পোস্টে, কঙ্গনা তার বাড়ির সুন্দর বারান্দার দৃশ্যও ভক্তদের দেখিয়েছেন।
ছবিতে কঙ্গনাকে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখা যাচ্ছে। কঙ্গনার মুখে প্রশান্তির ছাপও স্পষ্ট। কঙ্গনা রানাউতের নতুন বাড়ি ভক্তদের ভীষণ পছন্দ হয়েছে। একজন ভক্ত কমেন্টে কঙ্গনার বাড়ির প্রশংসা করে লিখেছেন, সুন্দর ডিজাইন।