অনলাইন ডেস্ক, ১১ জুন।। বাবর আজমের আরেকটি চমৎকার ব্যাটিং প্রদর্শনীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে পাকিস্তান। ১২০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন বাবর। মুলতানে গত রাতে দ্বিতীয় ম্যাচেও হাসলো পাকিস্তানি অধিনায়কের ব্যাট। তার ৯৩ বলে ৭৭ রানের সুবাদে ৮ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেলে কুমার সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসাতে পারতেন বাবর।
৫০ ওভারের ক্রিকেটে টানা চার সেঞ্চুরি পাওয়া একমাত্র ক্রিকেটার লঙ্কান কিংবদন্তি। বাবর দু’বার খুব কাছে গিয়েও এই রেকর্ড ছুঁতে পারলেন না। টানা তিন সেঞ্চুরির পর এবার তিনি থামেন শতক থেকে ২৩ রান দূরে থাকতে। তবে ফিফটি করার পথে নতুন একটি রেকর্ড গড়েছেন বাবর। সব ফরম্যাটে টানা সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ডটি ছিল জাভেদ মিঁয়াদাদের।
৮ পঞ্চাশোর্ধ্ব রান নিয়ে এই রেকর্ডটি এতদিন নিজের করে রেখেছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটার। এবার সেই রেকর্ড ভাঙলেন বাবর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেলেন ২৭ বছর বয়সী ডানহাতি। এই তালিকায় আছেন এমন সমান ৭ ইনিংসের মালিক রাহুল দ্রাবিড়, মিসবাহ-উল-হক ও কুমার সাঙ্গাকারা।