স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জুন।। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বিশেষ করে যুব, বয়স্ক এবং দিব্যাঙ্গ অংশের ভোটারদের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ খুবই জরুরী। নির্বাচন কমিশন চায় যাতে প্রত্যেক ভোটার ভোটদানের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেন।
আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রেক্ষাগৃহে আয়োজিত ভোটার সচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন জাতীয় নির্বাচন কমিশনের নিযুক্ত ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ডঃ পার্থ সারথি মিশ্র।
রাজ্য নির্বাচন দপ্তরের উদ্যোগে এদিন মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এই ভোটার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ডঃ পার্থ সারথি মিশ্র। শুরুতেই হলঘরে উপস্থিত ছাত্রীদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্যুইজ প্রতিযোগিতায় দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠার সাল, ভিভিপ্যাট, নির্বাচন সম্পর্কিত টোল ফ্রি নম্বর, রাজ্যে চারটি আসনে করে উপনির্বাচন, লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষের নাম ইত্যাদি বিষয় উঠে আসে। অনুষ্ঠানে ডঃ মিশ্র তার বক্তব্যে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসার জন্য সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন। তিনি নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, কোন চাপের মধ্যে পড়ে যাতে কেউ ভোটাধিকার প্রয়োগ না করেন।
তিনি বলেন, নতুন ভোটার ও বয়স্ক ভোটারদের প্রতি বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। নিজে ভোটদান করে পরিবারের বাকি সদস্যদেরকেও ভোটদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান ৬-আগরতলা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক। অনুষ্ঠানের শেষ লগ্নে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি শর্বানী নাগ সহ অন্যান্য কর্মীগণ।
এদিন রাজধানীর এমবিবি কলেজের সায়েন্স ব্লকের মিলনায়তনে ভোটার সচেতনতা সম্পর্কে অনুরূপ একটি কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ডঃ পার্থ সারথি মিশ্র। উপস্থিত ছিলেন কলেজের এসোসিয়েট প্রফেসর অর্পিতা আচার্য্য সহ বিভিন্ন বর্ষে পাঠরত ছাত্রছাত্রী এবং রাজ্য নির্বাচন দপ্তরের পদাধিকারীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৬-আগরতলা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক ডঃ মিশ্র বলেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এখন থেকেই সজাগ ও সচেতন হতে হবে তাদের। নির্বাচন একটা উৎসবের মতো।
এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হতে হবে প্রত্যেক ভোটারকেই। সেই সাথে ভোট প্রদানে অন্যদেরও উৎসাহিত করতে হবে। ত্রিপুরা রাজ্যে গণহারে ভোট প্রদানের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
ভোটার সচেতনতা উপলক্ষে এদিন এমবিবি কলেজেও নির্বাচন সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।