অনলাইন ডেস্ক, ১১ জুন।। শাহরুখ খানের ‘পরদেশ’ ছবির কথা উঠলে দর্শকের চোখে ভেসে ওঠে মহিমা চৌধুরীর হাসিমাখা মুখ। পাশের বাড়ির মেয়ে অবতারে মন কেড়েছিলেন সবার। সেই নায়িকা স্তন ক্যানসারে আক্রান্ত। কয়েক বছর ধরে বলিউড থেকে দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী।
খুব একটা শিরোনামেও দেখা যায়নি তাকে। সম্প্রতি অভিনেতা অনুপম খের একটি ভিডিও শেয়ার করে মহিমার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ভিডিও শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘আমি এক মাস আগে মহিমা চৌধুরীকে ফোন করেছিলাম। তখন যুক্তরাষ্ট্রে ছিলাম। ওর সঙ্গে একটা সিনেমা নিয়ে আলোচনা করার ছিল আমার।
কথা বলতে বলতেই জানতে পারলাম ও স্তন ক্যানসারে আক্রান্ত। ’‘ওর জীবনযাপনের পদ্ধতি এবং মনোভাব সারা বিশ্বের নারীদের জীবন যাপনের জন্য একটি নতুন অনুপ্রেরণা দিতে পারে। ও চেয়েছিল আমি ওর এই যাত্রাটা সবার সামনে তুলে ধরি। লোকের সামনে তুলে ধরার ক্ষেত্রে আমি যেন এর অংশ হতে পারি। ও আমার প্রশংসা করলেও, আমি বলতে চাই মহিমা তুমি আমার নায়ক। বন্ধুরা, ভালোবাসা, জয়ে জন্য প্রার্থনা করুন। এখন ও অনেকটা ঘুরে দাঁড়িয়েছে।
আবার উড়তে প্রস্তুত। সেই সব প্রযোজক/পরিচালকরা আছেন! ওর প্রতিভাকে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের!’ ভিডিওতে মহিমা বলছেন, তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন, অনুপম খের তখন ফোন করে ছবিতে কাজ করার জন্য ডেকেছিলেন। তিনি বলেন যে, ওয়েব শো এবং ফিল্ম করার জন্য কল পেয়েছিলেন।
তবে তিনি ‘হ্যাঁ’ বলতে পারেননি, কারণ তার চুল নেই। পরে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনুপমকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি একটি পরচুলা দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কিনা। তিনি যোগ করেছেন, ‘আমার ক্যানসারের কোনো উপসর্গ ছিল না।
এটি আমার রুটিন চেকআপে থেকে ধরা পড়েছে। মহিমা চৌধুরী পরদেশ ছাড়াও ধড়কান, ওম জয় জগদীশের মতো ছবিতে কাজ করেছেন। ২০১৬ সালে ‘ডার্ক চকলেট’ ছবিতে শেষবার দেখা যায় তাকে। বড়পর্দার পাশাপাশি তিনি টিভিতেও কাজ করেছেন।