অনলাইন ডেস্ক, ১০ জুন।। ভ্যালেন্সিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন গেনারো গাত্তুসো। স্প্যানিশ দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৪৪ বছর বয়সী কোচ।
নাপোলি ছাড়ার পর ২০২১ সালের মে মাস থেকে ক্লাববিহীন ছিলেন গাত্তুসো। গত বছর তার অধীনে কোপা ইতালিয়া জেতে ইতালিয়ান ক্লাবটি। ইতালির সাবেক মিডফিল্ডার গত মৌসুমে ফিওরেন্তিনার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
কিন্তু ক্লাবটিতে যোগদানের ২২ দিন আগেই বিদায় বলে দেন। ফিওরেন্তিনার ডাগআউটে দেখা যায়নি ইতালিয়ান কোচকে। জানা যায়, খেলোয়াড় কেনা-বেচা নিয়ে মতপার্থক্য হওয়ায় আর্তেমিও ফ্রাঞ্চি স্টেডিয়ামে যাননি তিনি। খেলোয়াড় হিসেবে ১৩ বছর এসি মিলানে কাটিয়েছেন গাত্তুসো।
রোজোনেরিদের কোচ হিসেবেও দেখা গেছে কিংবদন্তি এই মিডফিল্ডারকে। গত শুক্রবার কোচ হোসে বোরদালেসকে বরখাস্ত করে ভ্যালেন্সিয়া। ৫৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচের স্থলাভিষিক্ত হলেন গাত্তুসো।
খেলোয়াড় হিসেবে তো বটে, কোচ হিসেবেও রাগি হিসেবে পরিচিত তিনি। ছয়বারের স্প্যানিশ চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া লা লিগার ২০২১-২২ মৌসুম শেষ করে নবম স্থানে থেকে।