শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্ষেও পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন

অনলাইন ডেস্ক, ৯ জুন।। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্ষেও পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ জুন) নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে প্রভাবশালী রাজাপাক্ষে পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরকার থেকে সরে গেলেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় বাসিল রাজাপাক্ষে সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমি আর কোনো সরকারি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকব না।

তবে আমি রাজনীতি থেকে সরে যেতে পারব না এবং যাবও না’। এর আগে চলমান অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট গণবিক্ষোভের কারণে গত মাসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের বড় ভাই মাহিন্দা রাজাপাক্ষে। অবশ্য প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও মাহিন্দা এখনও সংসদ সদস্য রয়ে গেছেন। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা।

এরপর থেকে তামিল সংকটসহ বহু সমস্যা মোকাবিলা করতে হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে। তবে এই প্রথম দেশটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় দেউলিয়া হয়ে গেছে দেশটি। এই সংকট থেকে আদৌ পুনরুদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে-সহ গোটা রাজাপাক্ষে পরিবারকে দায়ী করছে লংকানরা। কারণ করোনাভাইরাস মহামারি, উচ্চাভিলাষী ও অলাভজনক বিভিন্ন প্রকল্পে সরকারের বিনিয়োগ, ত্রুটিপূর্ণ করনীতি ও সরকারি অব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?