পাকিস্তানি গতি তারকা পরপর দুই বলে দুই উইকেট নিয়ে রাতারাতি আন্তর্জাতিক তারকা

অনলাইন ডেস্ক, ১০ জুন।। কয়দিন আগে শোয়েব আখতার জানিয়েছিলেন, একবার শচীন টেন্ডুলকারকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চেয়েছিলেন তিনি। ভারতীয় ব্যাটার চোটে পড়লেই যে লাভ! অবশ্য হার না মানা শচীনের বিরুদ্ধে সেই কৌশলও কাজে লাগেনি।

তবে ১৯৯৯ সালে কলকাতা টেস্টে ইডেন গার্ডেনে সফল হয়েছিলেন শোয়েব আখতার। প্রথম বলে শচীনকে ফিরিয়েছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। কেবল তা নয়, পাকিস্তানি গতি তারকা পরপর দুই বলে দুই উইকেট নিয়ে রাতারাতি আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন। ওই সিরিজের প্রথম টেস্টে রাহুল দ্রাবিড়কে ফেরানোর পর বোল্ড করেন শচীনকে।

বিশ্বের সেরা এই দুই ব্যাটারের উইকেট পেতে কি কৌশল এঁকেছিলেন শোয়েব? এবার তাই জানালেন তিনি স্পোর্টসকীড়াকে। অবশ্য শচীন ডাক উপহার দেওয়ায় আশ্চর্য হননি তিনি। প্রথম বলে কিংবদন্তি ব্যাটারকে আউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন শোয়েব। কি ছিল পাকিস্তানি পেসারের কৌশল?

মুখ খুললেন শোয়েব আখতার, ‘যখন শচীন স্ট্রাইকের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওয়াসিম আকরাম আমাকে উপদেশ দেন রিভার্স সুইং করার। তাকে আউট করার সম্পর্কে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তবে যখন দৌড় শুরু করলাম, নিজের দৌড়ের দিকে ফোকাস রাখতে চাইছিলাম। ’‘যখন শচীন ব্যাট তুলল, আমি জানতম সে আউট। তার ব্যাকলিফ্ট উঁচুতে ছিল।

আমি জানতাম, বলটি রিভার্স-সুইং করেছে। তার আউট আমাকে আশ্চর্য করেনি। পরিকল্পনা অনুযায়ী বল ডেলিভারি করেছিলাম’, যোগ করেন শোয়েব আখতার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?