অনলাইন ডেস্ক, ১০ জুন।। অনেক দিন ধরে ‘দাবাং’-কন্যা সোনাক্ষী সিনহার প্রেম নিয়ে বলিউডে গুঞ্জন চলছে। চারদিকে কানাকানি হলেও ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও সম্পর্ক ঘিরে একবারও মুখ খোলেননি তিনি।
এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন সোনাক্ষী। প্রেমের সম্পর্কের কথা সর্বসমক্ষে কবুল করলেন। কয়েক মাস ধরেই অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শিগগিরই দুজনকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। ছবির প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় জাহিরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে ‘বেস্ট ফ্রেন্ড’ সম্বোধন করেন সোনাক্ষী।
একসঙ্গে নিজেদের ছবিও পোস্ট করেন। কিন্তু এই প্রথমবার একে অপরকে ভালোবাসার কথাও লিখলেন নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার সোনাক্ষীর একটি পুরোনো ভিডিও পোস্ট করেছেন জাহির। যেখানে বিমানে বসে অভিনেত্রীকে বার্গার খেতে দেখা যাচ্ছে।
ক্যাপশনে জাহির লিখেছেন, ‘শুভ জন্মদিন সনজ। ধন্যবাদ, তুমি আমাকে মেরে ফেলোনি। তোমাকে ভালোবাসি। আরও অনেক খাওয়া, আনন্দ, বিমানযাত্রার অপেক্ষায়। ’অন্যদিকে সোনাক্ষী লিখেছেন, ‘ধন্যবাদ। তোমাকে ভালোবাসি। এবার তোমাকে মারতে আসব। ’দুজনের কথোপকথন নজর কেড়েছে সবার।
জন্মদিনের পাশাপাশি সম্পর্কের জন্যেও সোনাক্ষীকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। সালমান খানের প্রযোজনায় ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহির ইকবালের। এরপর আসছে ‘ডাবল এক্সএল’।