স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১০ জুন।। শুক্রবার সকালে ধর্মনগর পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে জলাশয়ে মৃতদেহ ভেসে উঠে। খোঁজ নিয়ে জানা যায় মৃত ব্যক্তির নাম পবীন্দ্র নাথ।
বুধবার রাত আটটার পর পবীন্দ্র মাছ ধরতে বের হয়েছিলেন। রাতে আর মাছ ধরে ঘরে ফেরেননি। কোনও খবর না পেয়ে ধর্মনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
শুক্রবার তার বাড়ির পেছনে জলাশয়ে পবীন্দ্র নাথের মৃতদেহ ভেসে উঠে। তার ছেলেসহ পরিবারের অন্যান্যরা মৃতদেহ শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।