স্টাফ রিপোর্টার, বিলনীয়া, ১০ জুন।। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। ঘটনা বিলোনিয়া থানাধীন বড়পাথরীর লক্ষীপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত নির্মাণশ্রমিকের নাম শ্যামল দেবনাথ (২৬)।
বাড়ি গর্জনিয়া এলাকায়। সম্প্রতি বিএসসি নার্সিং কোর্স শেষ করে পিতার মৃত্যু হওয়ায় বাড়িতে এসেছে। কাজ না পেয়ে নির্মাণশ্রমিকের কাজে যোগ দেয়। আজ লক্ষ্মীপুর এলাকার মুরারি দেবনাথ এর বাড়িতে ঘর তৈরি করতে গিয়ে লোহার পিলার বসাতে গিয়ে হঠাৎই অসতর্কতার কারণে রাস্তা দিয়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তারের সাথে লোহার পিলারের সংযোগ ঘটে যায়।
এতে বিদুৎ এর সংস্পর্শে আসায় পিলার টি ধরে থাকা তিনজনই তড়িতাহত হয়। এতে একজন কপাল জোরে বেঁচে গেলেওএকজন গুরুতর আহত হয় এবং অপরজন অর্থাৎ শ্যামল দেবনাথ ঘটনাস্থলে বিদ্যুতের ছোবলে মারা যায়।
সাথে সাথে তিনজনকে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শ্যামল কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক এবং অপর নির্মাণ শ্রমিক বিপ্লব দাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর মিন্টু দাস সুস্থই রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৩৪ রাজনগর মন্ডল সভাপতি রঞ্জিত সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। এই ঘটনা পি আর বাড়ি থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। একজন সুশিক্ষিত তরতাজা যুবক এইভাবে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হওয়া গোটা এলাকা জুড়ে শোক বিরাজ করছে।