অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক, ১০ জুন।। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে ফিরেছেন ভানুকা রাজাপাক্ষে।

প্রথমবারের ডাক পেয়েছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দুনিথ ওয়েলালাগে। ১৯ বছর বয়সী এই বোলার ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৩৪ উইকেট।

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

ভানুকা রাজাপাক্ষে শ্রীলঙ্কার হয়ে শেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপরই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে পরে সিদ্ধান্ত পাল্টান।

৩০ বছর বয়সী ব্যাটারকে লঙ্কানরা অজিদের বিপক্ষে রাখল আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করে। পঞ্চদশ আইপিএলে ৯ ম্যাচে ১৫৯.৬৮ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন তিনি।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হাসেনি ভানুকার ব্যাট। প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৩ রান।

গত জানুয়ারিতে শেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। অজিদের বিপক্ষে পাল্লেকেল্লেতে ১৪ জুন সিরিজে প্রথম ওয়ানডে খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুলশ মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাক্ষে, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, আশিথা ফার্নান্দো, নুয়ান ফার্নান্দো, নুয়ান তুষারা, রমেশ মেন্ডিস, মহীষ থিকসেনা, প্রবীন জয়াবিক্রমা, জেফরি ভেন্ডারসে, লাহিরু মধুশঙ্ক, দুনিথ ওয়োলাগে, প্রমোদ মধুশান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?