অনলাইন ডেস্ক, ১০ জুন।। লর্ডস টেস্টে হেরেছে নিউজিল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে ট্রেন্ট ব্রিজ টেস্ট জিততে হবে কিউইদের। তবে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগের রাতে দুঃসংবাদ শুনতে হয়েছে সফরকারীদের।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। করোনা আক্রান্ত হয়েছেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। আজ শুক্রবার থেকে নটিংহ্যামে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।
বৃহস্পতিবার সামান্য উপসর্গ দেখা দিলে অ্যান্টিজেন পরীক্ষা হয় উইলিয়ামসনের। রাতে ফল পজিটিভ আসে তার। এখন পাঁচদিনের আইসোলেশনে থাকতে হবে কিউই অধিনায়ককে। তবে দলের বাকি সদস্যদের নেগেটিভ এসেছে।
উইলিয়ামসন ছিটকে যাওয়ায় ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ড স্কোয়াডে এসেছেন হামিশ রাদারফোর্ড। মাঠে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেবেন টম লাথাম। প্রথম টেস্টে ৫ উইকেটে হারে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।