পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা জনজাতি যুবকের

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১০ জুন।। স্বামী স্ত্রীর পরিবার সংক্রান্ত বিবাদের কারনে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা অন্তর উচাই নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা অন্তর উচাই নামে এক জনজাতি যুবক। ঘটনা পি আর বাড়ি থানাধীন ভাতখলা এলাকায়।

বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে অন্তর উচাইর শাশুড়ি মল্লিকা রিয়াং মগ জানায় তিনি হঠাৎ মেয়ের কাছ থেকে শুনতে পান ভাতখলা বাজারে তার মেয়ের জামাই বিষ পান করে বসে রয়েছে। তখন তিনি তার কর্মস্থল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছিলেন। সেখান থেকে ছুটে গিয়ে তড়িঘড়ি মেয়ের জামাইকেপ্রথমে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে সেখান থেকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসেন।

স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির কারণেই এ ধরনের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বচসা এবং বিষপান তা জানেন না তিনি। তিনি আরো জানান বছর দুয়েক আগে ঋষ্যমুখ এলাকার রতনপুরের বাসিন্দা অন্তরের সাথে মোবাইল সূত্রে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে ভালোবাসার টানে স্কুল পড়ুয়া মেয়ে অন্তরকে বিয়ে করে। বর্তমানে অন্তর নিজের বাড়ি ছেড়ে স্ত্রী সহ শ্বশুর বাড়িতেই থাকে বলে জানিয়েছেন শাশুড়ি।এদিকে অন্তরে স্ত্রী সন্তানসম্ভবা বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় পরিবারের মধ্যে আতঙ্কের পাশাপাশি গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?