স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ জুন।। দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ জন। দক্ষিণ চড়িলাম কড়ইমুড়ায় রাধেশ্যাম নমঃ’র হাতে কোদাল দিয়ে আঘাত করে প্রতিবেশি বিশ্বজিৎ নমঃ এবং প্রদীপ নমঃ।
ঝগড়ার মূল কারণ বিশ্বজিৎ নমঃ’র কুকুরকে অপর ব্যক্তির ছাগলকে কামড় দিয়েছিল।
এনিয়ে প্রতিবাদ করেন রাধেশ্যাম নমঃ। গ্রামের পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশকে ছুটে আসতে হয়। পুলিশ গিয়ে কোনরকম বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ অভিযোগ মোতাবেক তদন্ত শুরু করেছে। গ্রেফতারের কোন সংবাদ নেই।