স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৯ জুন।। বিশ্বহিন্দু পরিষদের সিপাহীজলা জেলার সভাপতি লক্ষ্মণ দাস উপ-নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করবেন বলে ঘোষণা করেছেন।
সোনামুড়ায় অবিজেপি নেতাদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান লক্ষ্মণ দাস। তিনি জানান, তিনি একসময় কংগ্রেস করতেন।
২০১৮ সালে বিজেপি ভিশন ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই প্রতিশ্রুতি পুরণ করেনি। কর্মচারীদের সপ্তম পে কমিশন দেয়নি, বেকারদের ৫০ হাজার চাকরি দেয়নি।
সব ভাঁওতাবাজি। তাই তিনি উপনির্বাচনের পর কংগ্রেসে যোগ দেবেন। তিনি আরও জানান আরও অনেক কর্মকর্তা বিশ্ব হিন্দু পরিষদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।