স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।।মডেল স্বাস্থ্য পরিষেবার ফানুস ফুটো। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ ।
বুধবার রাতে বড়জলা মণ্ডলের সম্পাদকের অভিযোগ করেন তার বোন মৌসুমী রায় চৌধুরীর মৃত্যু হয়েছে ভালো চিকিৎসার অভাবে। একই রাতে বিশালগড় পূর্ব লক্ষ্মীবিলের বুথ সভাপতির ভাই উত্তম দাসের মৃত্যুর পরেও একই অভিযোগ করেন পরিজনরা।
প্রসঙ্গত জিবি হাসপাতালে পরিসেবা নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠে এসেছে। কখনো চিকিৎসায় গাফিলতি, কখনো বিনা চিকিৎসার অভিযোগ।
জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জনগণের আগ্রহ বেসরকারি হাসপাতালের প্রতি বাড়ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি হাসপাতালগুলি জনগণের পকেট কাটার ধান্দায় মেতেছে।