অনলাইন ডেস্ক, ৯ জুন।। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। আগামী ১৫ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।
২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানাল কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।
এরআগে রাষ্ট্রপতি নির্বাচন ২০১৭ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ভারতে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল সদস্যরা এবং দিল্লিসহ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।