স্টাফ রিপোর্টার, আমবাসা, ৯ জুন।। বৃহস্পতিবার আমবাসা ব্লকের রায়পাশা ভিলেজ কমিটির বিভিন্ন জায়গা পরিদর্শন করেন বিধায়ক পরিমল দেববর্মা। উন্নয়নের ছিটেফোটাও পড়েনি এই এলাকাতে। এলাকার বেহাল দশার চিত্র দেখে এলেন তিনি।
বৃহস্পতিবার আমবাসা ব্লক আধিকারি সহ পূর্ত দপ্তর এবং আর,ডি দপ্তরের আধিকারিকদের নিয়ে এই এলাকাটি পরিদর্শন করেন তিনি। এলাকাটি মূলত সমস্যায় জর্জরিত।
জলের সমস্যা, রাস্তার সমস্যা ও কালভার্টের সমস্যাও রয়েছে এলাকায়। যার ফলে এলাকার মানুষ যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তার সমস্যা দীর্ঘ বেশ কয়েক বছরের, কিন্তু সমস্যা সমাধানে পূর্বতন সরকার ও নতুন সরকার ও এগিয়ে আসেনি।
এই এলাকায় রাস্তা পারাপারের জন্য একটি কালভার্টের প্রয়োজন রয়েছে, কিন্তু তাও হয়নি। জলের সমস্যা এলাকায় দীর্ঘদিনের। বাম আমলে একটি টিউবয়েল বসানো হয়েছিল, কিন্তু এই টিউবয়েল দিয়ে আজ পর্যন্ত জল আসেনি। রায়পাশা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। এই এলাকায় একটি এসবি স্কুল রয়েছে।
এই স্কুলটি ও পরিদর্শন করেন বিধায়ক সহ প্রতিনিধি দলটি। স্কুলের মিড ডে মিল সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। স্কুলটির অবস্থাও তেমন ভালো নয়। শুধু পরিদর্শনে চলছে কাজ কতটুকু হয়েছে তা নিজ দেখে এলেন বিধায়ক।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক পরিমল দেববর্মা বলেন এলাকাটিতে বহু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি নিয়ে জেলার জেলাশাসক এর সাথে কথা বলবেন তিনি। কিভাবে রাস্তা ও কালভার্ট তৈরি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবেন। তাছাড়া পানীয় জলের সমস্যা টাও দেখবেন তিনি।
এলাকার এই অবস্থার জন্য বিগত বাম সরকারকেই তুলোধুনো করেন বিধায়ক। এখন দেখার বিষয় বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের এই পরিদর্শনের পর এলাকাটির হাল হকিকত ফিরে কিনা।