মেথারাই রিয়াং বাড়ি হাই স্কুল প্রাঙ্গণে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খোয়াই, ৯ জুন।। আজ মেথারাই রিয়াং বাড়ি হাই স্কুল প্রাঙ্গণে খোয়াই জেলা শাসক ও মহকুমা প্রশাসনের উদ্যোগে মেগা অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ এবং ইন্টারেকশন উইথ বেনিফিসারীস অফ ভেরিয়াস স্ক্রিম শিবিরের আয়োজন করা হয়। এই মেগা শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া।

এই মেগা স্বাস্থ্য শিবিরে ছিল জেনারেল ওটিপি, গাইনোলজি, চাইল্ড স্পেশালিস্ট, ই এন টি, ফ্রি মেডিসিন, ব্লাড সুগার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্প এর মাধ্যমে করা হয়েছে এস টি সার্টিফিকেট, পিআরটিসি রেশন কার্ড সেপারেশন, আধার কার্ড সহ ম্যারেজ সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ইত্যাদি।

এছাড়াও পি এম এ ওয়াই, প্রধানমন্ত্রী সম্মান নিধি, উজ্জ্বলা যোজনা, অটল জলধারার সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় সুবিধাভোগীদের মধ্যে। বর্তমান সরকার মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছে।

শুধুমাত্র মানুষ সরকারের কাছে যাবে তা নয়, সরকার মানুষের পাশে গিয়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা করে দেওয়ার লক্ষ্যে এ ধরনের প্রশাসনিক শিবিরের আয়োজন করা। এমন বিভিন্ন প্রত্যন্ত এলাকা গুলি রয়েছে যেখানে মানুষজনের প্রশাসনিক সুযোগ-সুবিধা তথা আধার কার্ড, পিআরটিসি, সহ মহকুমার প্রশাসনিক সুযোগ-সুবিধা নিতে পারছে না।

তাদের এলাকায় গিয়ে প্রশাসনিক শিবিরের মাধ্যমে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জাতি জনজাতি সকল অংশের মানুষদের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন।

জনজাতি অংশের মানুষদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পও চালু করেছে সরকার। কেন্দ্রীয় আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের মানুষদের উন্নয়ন করে চলেছে বর্তমান সরকার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?