স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ৯ জুন।। পৃষ্ঠাপ্রমুখের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ বিজেপি’র প্রদেশ নেতার বিরুদ্ধে। আদালতে মামলা।
বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি’র প্রদেশ কমিটির সদস্য শম্ভু মানিক সহ ২ জন স্বদলীয় বুথ সভাপতির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার সময় গৃহকর্তা তথা পৃষ্ঠাপ্রমুখ ঘরে ছিলেন না।
অভিযুক্ত বিজেপি’র প্রদেশ নেতা মদমত্ত অবস্থায় মহিলাকে মারধর করে। এমনকি তার কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ উল্টো মীমাংসা করে নিতে বলে।
তাই বিলোনিয়া আদালতে মামলা করেছেন নির্যাতিতা। দলের অভ্যন্তরে এধরনের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভ প্রকাশ করছে শীর্ষ নেতৃত্ব।